লিডারশিপ সাহিত্য (আমি কিন্তু রোমান্টিক কোন সাহিত্যের কথা বলছি না), একটি অসাধারণ রিসোর্স যেকোন লিডারের জন্য, যা তাদের স্কিল গুলোকে আরো শাণিত করতে, যা বর্তমান প্র্যাকটিস গুলোকে আরো ধারালো বানাতে সাহায্য করে। তাহলে চলুন মাস্ট-রিড কিছু বইয়ের ব্যাপারে জেনে নেই।
আপনি হয়তো অনেক সময়ই শুনেছেন বড় বড় কোম্পানির সি.ই.ও রা গড়ে ৪-৫ টি বই পড়েন প্রতি মাসে। যদিও সংখ্যাটা শুনতে মিথ টাইপ মনে হয়, কারন আমার মনে হয় লার্নিং টাইপ বই গুলো মাসে একটার বেশী পড়া যায় না। তবে হ্যা বই পড়ার পর যে জ্ঞান আর শিক্ষা পাওয়া যায় তা আর কোন ভাবেই পাওয়া যায় না।
হাজার হাজার বেস্ট বই গুলোর মধ্যে কয়েকটার ব্যাপারে বলা অবশ্যই কষ্টসাধ্য, তারপরেও আমরা চেষ্টা করেছি ক্যাটাগরী অনুসারে শর্ট লিস্টিং করার। আর হ্যা বই গুলো পড়ার সময় অবশ্যই মেইন পয়েন্ট বা আপনি যা বুঝলেন তা নোট নিয়ে রাখবেন, মনে রাখবেন এগুলো আপনি নিজেকে আরো বেশী দক্ষ করার জন্য পড়ছেন, টাইম পাস করার করার জন্য কিন্তু পড়ছেন না।
চলুন তিনটি ক্যাটাগরী নিয়ে আমরা আগাই ফিমেল লিডার, নিউ লিডার, সি.ই.ও বা এক্সেকিউটিভ লিডার।
ফিমেল লিডার
টাইটেল দেখে আপনি নিশ্চয়ই অনুমান করে ফেলেছেন যে এই ক্যাটাগরীরর সব গুলো বই হবে মহিলা-রাইটার দের লিখা। তাদের বই গুলোর মূল ম্যাসেজ মূলত ছেলে কি মেয়ে সবার জন্যই গুরুত্বপূর্ণ।
1. The Making of a Manager by Julie Zhuo
ম্যানেজার হিসেবে যখন আপনার দিকে সবাই তাকিয়ে আছেন তখন কি করা উচিৎ? প্রশ্নটা কিন্ত আমার না দ্য মেকিং অফ এ ম্যানেজারের লেখিকার করা। আকর্ষণীয় এই টাইটেলযুক্ত বই টির লেখিকা ফেসবুক এর একজন উর্ধ্বতন কর্মকর্তা।
এ বইতে নতুন লিডারদের জন্য বেসিক সব স্ট্র্যাটিজি বর্ণনা করা হয়েছে, আর বই টি তাদের জন্য বিশেষ ভাবে উপযোগী যারা প্রথমবারের মতো অনেক মানুষকে ম্যানেজ করার দায়িত্ব পেয়েছেন। আর আপনি যদি নতুন দায়িত্ব প্রাপ্ত ম্যানেজার হন তাহলে তো সোনায় সোহাগা, আপনাকে লিস্টে অবশ্যই এই বইটিকে প্রথমে রাখতে হবে।
2. Dare to Lead by Brene Brown
টেড-টক স্পিকার Brene Brown এই বেস্ট সেলার বইটির লেখক। বইটি তিনি ৭ বছরের লিডারশিপ নিয়ে পড়াশোনার পর লেখেন। বইটি একজন এ-টাইপ লিডার তার কর্মক্ষেত্রে কি কি সমস্যার মুখোমুখি হতে পারেন এবং সমস্যার সমাধান নিয়ে লেখা।
3. The Likeability Trap by Alicia Menendez
Alicia Menendez একজন রাইটার, টেলিভিশনের পরিচিত মুখ যিনি ফিমেল লিডারদের কর্মক্ষেত্রে চ্যালেন্জ এর বিষয়গুলোকে সুন্দর ভাবে তুলে ধরেন। Likeability Trap বইটির মূল আলোচ্য বিষয় ফিমেল লিডারদের কর্মক্ষেত্রে বেশী লাইকেবল (পছন্দনীয়) হবার যে বোঝা চাপিয়ে দেয়া হয় আর তা কিভাবে ভাঙতে হবে তার আলোচনা নিয়ে লেখা।
আবার এত বেশী কোল্ড না হওয়া মানে অধস্তনদের ওপর স্বৈরাচারী না হবার ব্যাপারেও আলোচনা করা হয়েছে। আর আপনি যদি এই দুইয়ের গোলক ধাধায় পড়ে যান তবে এই বই টি আপনার জন্য একটি মাস্ট রিড বই। যা আপনাকে প্রফেশনাল জায়গায় নিজেকে খাপ খাওয়াতে বেশী সাহায্য করবে।
নিউ লিডার
লাইফের ফার্স্ট ম্যানেজমেন্ট রোল পাওয়া অবশ্যই একটু ভীতিকর মনে হতেই পারে। আর যদি এটা আপনি হন তাহলে প্লিজ প্যানিক হবেন না। অসাধারন কিছু লেখকের বই আমরা আপনার জন্য বাছাই করেছি যা আপনাকে গাইডলাইন দিবে সামনে আগানোর জন্য
1. The Truth About Leadership by James N. Kouzes & Barry Z. Posner
৩০ বছর গবেষনার ফসল The Truth About Leadership বইটি। একজন লিডার হিসেবে আপনার যে এডভাইস গুলো প্রয়োজন ঠিক সেগুলোই এই বইটিতে তুলে ধরা হয়েছে। আর বইটি আপনার মন কেড়ে নেয়ার জন্য যথেষ্ঠ।
2. The First 90 days by Michael D. Watkins
হার্ভার্ড বিজনেস স্কুলের প্রফেসর Michael D. Watkins একটি অসাধারন কাজ The First 90 days বইটি। এত রয়েছে প্রফেশনালী কাজে লাগানোর মতো অনেক অনেক তথ্য। নতুন লিডারশিপ রোলে কাজ শুরু করবেন এমন সবার জন্যই এই বই টিতে দেয়া আছে ক্লিয়ার-কাট রোড ম্যাপ। আর এটি টিপস, টুলস, আর স্ট্র্যাটিজির ভান্ডার হিসেবে ভালো পরিচিতি লাভ করেছে।
3. From Bud to Boss by Kevin Eikenberry & Guy Harris
From Bud to Boss বইটির টাইটেল থেকেই বোঝা যায় এটি একজন নতুন লিডারের প্রাথমিক অবস্থা থেক তাকে নতুন মাত্রার একজন লিডার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। কলিগ রা যখন কলিগ থেকে অধস্তন হয়ে যায় তখন সেটা একজন নতুন লিডারের জন্য সামান্য ডিফিকাল্ট; তাইনা? আর মূলত এই সমস্যার সমাধান নিয়েই এই বইটি লিখা।
সি.ই.ও বা এক্সেকিউটিভ লিডার
সি.ই.ও বা এক্সেকিউটিভ লিডাররা দিনের বেশ কিছু সময় নিজেকে আরো বেশী স্কিলড এবং নলেজেবল করে তোলার পেছনে ব্যয় করেন। দিনকে-দিন পাল্টে যাওয়া এই কর্পোরেট দুনিয়ার সাথে পা মিলিয়ে চলতে হলে এটা খুব গুরুত্বপূর্ণ। আর আপনি যদি অলরেডী একজন অভিজ্ঞতাসম্পন্ন লিডার হয়ে থাকেন এবং নিজেকে আরো ওপরে দেখতে চান তাহলে দেরী না করে নিচের বই গুলো পড়ে ফেলুন।
1. Developing the leader within you by John C. Maxwell
এই বইটির মূল আলোচনা বেসিক লিডারশিপ ট্যাকনিক বা স্কিল গুলো কে নিয়ে। এই বইটি পড়ে আপনি জানতে পারবেন লিডার হওয়া ব্যাপারটি আসলে কি? লিডারশিপ ও ম্যানেজমেন্ট এর মধ্যে মৌলিক পার্থক্য কি? একটু ভিন্ন ভাবে উপস্থাপনের কারনে বইটি আপনার অনকে পছন্দের হয়ে উঠতে পারে।
2. Leadership is an art by Max Depree
ট্যাকনোলোজি, ম্যানুফ্যাকচারিং এবং এন্টার্টেইনমেন্ট ইন্ডাস্ট্রির জন্য Max Depree এর লেখা এই বইটি খুব জনপ্রিয়। এতে এমন ভ্যালুয়েবল কিছু ইনসাইট দেয়া হয়েছে যাতে করে লিডাররা তাদের প্রফিটাবিলিটি ক্রমান্বয়ে বাড়াতে পারে। মডার্ন লিডারশিপের জন্য এই বই দারূন উপকারী।
3. The Ride of a Lifetime by Robert Iger
ডিজনির এক্সেকিউটিভ চেয়ারম্যান Robert Iger এর লেখা এই বইটির মূল আলোচ্য বিষয় লিডারশিপের ফিলোসফি নিয়ে। লিডারশিপ রোলের জন্য সম্মান, মিউচুয়াল গেইন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।
পরিশেষে
গ্রেট লিডার রা জন্মের সাথে সাথেই তৈরী হয়ে যান না। তাদের অনেক অধ্যাবসায়ের পরেই তারা সুন্দর একটি অবস্থানে পৌছান। আপনিও কি নিজেকে এমন জায়গায় দেখতে চান? তাহলে আজ না বরং এখন থেকেই গড়ে তুলুন শেখার অভ্যাস। বই পড়া দিয়েই শুরু হতে পারে আপনার এই নতুন পথচলার শুরু।