Grow Your Business
আপনি যদি কোন উদ্যোক্তা হোন বা উদ্যোক্তা হওয়ার কথা ভাবছেন তাহলে এই আর্টিকেল টি আপনার জন্য পড়া অত্যধিক গুরুত্বপূর্ণ কারণ এই আর্টিকেল টি তে আমরা এমন কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব যা বিল গেটস, জেফ বেজস, স্টিভ জবসের মত বিজনেস টাইকুনসরা নতুন উদ্যোক্তাদের শেখানোর চেষ্টা করেছেন যেন নতুন কিনবা ছোট ব্যবসা গুলো বিফল না হয়ে বরং সফলতার মুখ দেখে এবং সেই সাথে আমরাও আপনাদের কিছু উপদেশ দেয়ার চেষ্টা করেছি যেন আপনারা বর্তমানে যদি এই ভুলগুলো কোনটি করে থাকেন তাহলে নিজেদের সেই ভুলগুলো শুধরে নিতে পারেন, এবং তার জন্য আপনাদেরকে আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়তে হবে।
2 slice pizza rule: pizza রুল ফলো করবেন
বেশির নতুন উদ্যোক্তাদের একটি মিশন বা গোল থাকে। সেটি হলো খুব শীঘ্রই যেন তাদের ছোট ব্যবসাটি একটি বড় কোম্পানিতে রুপান্তরিত হয়ে যায় এরপর তাদের অনেক বড় কোম্পানি গঠন করবে, যেখানে অনেক কর্মকর্তা কাজ করবে। এবং সেই বড় টিম নিয়ে তারা বিভিন্ন মিটিং কল করবে।
তাই সেই লক্ষ্যে তারা কিছুটা লাভের মুখ দেখার সাথে সাথেই বেশি বেশি কর্মকর্তা নিয়োগ দেয়া শুরু করে এবং সাথে সাথে নতুন অফিস তৈরিতেও ইনভেস্ট করা শুরু করে। কিন্তু সেখানে জেফ বেজস মনে করে নতুন উদ্যোক্তাদের সবসময় তাদের টিম এতটুক ছোট রাখতে হবে যাতে করে মিটিং শেষে সব টিম মেম্বারদের পেট শুধু দুটো স্লাইস pizza খেয়েই ভরে যায়, এর বেশি না।
আর জেফ বেজস নিজে এই ২ স্লাইস pizza rule ই নিজের ব্যবসার ক্ষেত্রে ফলো করেন সে মনে করেন যে ইয়াং উদ্যোক্তাদের ও তাই ফলো করা উচিত। কারন যখন প্রয়োজন থেকে টিম বড় হয়ে যায় সেখানে কর্মদক্ষতা হ্রাস পায় এবং সময়ানুবর্তিতা ও লোপ পায় অফিসের কর্মকর্তা দের মাঝে। আর এই প্রয়োজনীয়তার থেকে বেশি বড় টিম ও বেশিরভাগ নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থনৈতিক লোকসানের ও অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
learn from your unhappy customers
নিজের নাখোশ কাস্টমারদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। বেশিরভাগ উদ্যোক্তারাই নিজের নাখোশ কাস্টমার ও ক্লায়েন্টদের এড়িয়ে চলতে চায়। কিন্তু এই নাখোশ কাস্টমার রাই আপনার প্রডাক্ট বা বিজনেসের গ্রোথ বা আপগ্রেডের কারণ হতে পারে৷
হ্যাঁ, বিল গেটস বলে, “your most unhappy customers are your greatest source of learning” আপনি যদি আপনার start up লং টাইম পর্যন্ত সাস্টেইন করাতে চান তাহলে আপনার নাখোশ কাস্টমার ও ক্লায়েন্টের প্রতি মনোযোগী হোন। খেয়াল করেন যে তারা কি বলছে, তারাই আপনার বিজনেসের যে কোন কমতি বা লুপ হোলস আপনার সামনে তুলে ধরতে পারে এবং আপনি আপনার দূর্বলতা সম্পর্কে জানতে পারবেন এবং এর মাধ্যমে আপনি সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন।
Prepare for financial challenges
অর্থনৈতিক সমস্যা মোকাবেলার জন্য প্রস্তুত থাকেন। ৬০০ এর ও বেশি সার্ভে করে জানা গেছে যে, ক্যাশ ফ্লো আর ফাইন্যান্স ই যে কোন বিজনেস এর জন্য সব থেকে বড় পথের কাটা হয়ে দাঁড়ায়। ছোট ব্যবসা বা start up গুলো শুরুতে যেভাবেই হোক তাদের ব্যবসার ফাইন্যান্স জোগাড় করে এগিয়ে যেতে থাকে, তারা তাদের উপার্যিত অর্থ বিভিন্ন নতুন প্রযেক্টেও বিনিয়োগ করে কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন আপনার কম্পানির কাছে শেষমেশ সার্ভাইব করার মত কোন ফাইনান্সিয়াল ব্যাক আপ না থাকে।
তাই নতুন উদ্যোক্তাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত যে, যখন থেকে তারা অর্থ উপার্যন করা শুরু করে সেই দিন থেকেই যেন দূঃসময়ের জন্য ফাইনান্সিয়াল প্ল্যানিং ও সেই সময়কে মোকাবিলার জন্য বিভিন্ন খাতে বিনিয়োগ করে রাখে। যেন তারা তাদের কষ্টে দাড় করানো ব্যবসাকে প্রয়োজনের সময় ফাইনান্সিয়াল সাপোর্ট ও ব্যাক আপ দিতে পারে।
Quality is more important than quantity
পরিমাণ থেকে গুনগত মান অধিক গুরুত্বপূর্ণ। আমাদের জেনারেশনের one of the greatest জিনিয়াস ও উদ্যোক্তা স্টিভ জবস নতুন উদ্যোক্তাদের একটি উপদেশ সবসময় দেয়ার চেষ্টা করতেন। তা হল সবাই যেন পরিমানের থেকে বেশি তার প্রডাক্ট বা সার্ভিসটি গুনগত মান নিয়ে কাজ করে।
স্টিভ জবস নিজে সবসময়ই গুনগত মান নিয়ে বেশি সচেতন ছিলনে তাই তিনি আশা করতেন যে নতুন উদ্যোক্তারা তার এই কথাটি স্মরণে রেখে গুনগত মান বজায় রাখতে আরও অধিকতর সচেতন হবেন এবং এর দ্বারা তারা আরও বেশি সফলতা অর্জন করবেন। তাই আমাদের অন্ধকারে ঢিল না ছুড়ে নিজের সৃষ্টিশীলতা দ্বারা নিজের প্রডাক্ট অথবা সার্ভিসকে মার্কেটের বেস্ট হিসেবে প্রমাণ করতে হবে।
এর দ্বারাই আমাদের কাস্টমারা রা আমাদের সাথে একটি ভরসাপূর্ন সম্পর্ক স্থাপন করবে এবং তার মাধ্যমে আমাদের ব্যবসার গ্রোথ আরও বৃদ্ধি পাবে।
Pay attention to market and sales as well
একটি ছোট ব্যবসাকে সফল করা এমনিতেই একটি কঠিন কাজ। যদি আপনি ঠিকমতো অবগত না থাকেন যে আপনার প্রডাক্টটির মার্কেটিং কি করে করবেন অথবা কিভবে, কি উপায়ে বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিফল হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়।
আপনি শুধুমাত্র ফেইসবুক বা ইন্সটাগ্রাম এই অ্যাড দিয়ে নিশ্চিন্তে বসে থাকতে পারবেন না যে আপনার সেল অবশ্যই হবে এবং আপনার ব্র্যান্ড খুব সহজেই মানুষের নজড় কাড়তে পারবে বা ভাল নাম কামাতে পারবে। আপনাকে ম্যান টু ম্যান বা সামনাসামনি কথা বলে কিভবে আপনার প্রডাক্ট এর মার্কেটিং বা সেল করতে হয়, তাও জানতে হবে৷
আপনি যদি মনে করেন আপনার যদি সেই আত্নবিশ্বাস নেই যে আপনি সামনাসামনি আপনার কাস্টমার ডিল করতে পারবেন তাহলে আপনার এই স্কিলটি জলদি আয়ত্ত করা উচিত কারণ এই স্কিলটিই আপনাকে বিভিন্ন মিটিং এ অন্যান্য ক্লায়েন্টদের সাথে কথোপকথন ও ডিল ক্র্যাক করতে সহায়তা করবে।