কপিরাইট ছাড়া কীভাবে ইউটিউবে মুভি আপলোড করবেন?

আজকে আমরা আলোচনা করবো, কীভাবে কপিরাইট ছাড়া ইউটিউবে মুভি আপলোড করা যায়।

আপনি খুব সহজেই মুভি রিআপলোড করে অর্থ উপার্জন করতে পারেন। এটি এতো সহজ যে, আপনারা এই কাজ শুরু করে দিতে পারবেন এখনি। আমরা মুভি রিআপলোড করার পুরো পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাদের শেখাবো।

এই পদ্ধতি ব্যবহার করে আপনি কাজ শুরু করতে পারেন। ধীরে ধীরে, আপনি চাইলে এটি একটি বিজনেস মডেল হিসেবেও দাঁড় করাতে পারেন। এবং আমাদের পদ্ধতি অনুসরণ করলে, আপনার কপিরাইট ইস্যু নিয়েও কোনো সমস্যা হবে না।  

মুভির রিআপলোড করা চ্যানেলগুলোর CPM অর্থাৎ Cost Per 1000 Views দুই থেকে চার ডলার। যদি দুই ডলারও ধরি, তাহলে নয় মাসে কিছু চ্যানেল 1 মিলিয়ন ডলার ইনকাম করেছে। এ থেকে বোঝা যায়, এই Niche-এর যথেষ্ট পরিমাণ পটেনশিয়াল আছে একটি বিজনেস মডেল হিসেবে ব্যবহার করার  জন্য।

আমরা আপনাকে ভিডিও এডিট এবং সাথে অডিও অ্যাড করাও শেখাবো। আপনার ক্যামেরার সামনে আসতে হবে না, কথাও বলতে হবে না। শুধু মুভি আপলোড করেই আপনি আয় করতে পারবেন।

Step-01 

প্রথমে যে মুভি আপনি আপলোড করবেন, তা খুঁজে বের করতে হবে। এজন্য আপনি ব্যবহার করতে পারেন boxofficemojo.com ওয়েবসাইট। এটি একটি আমেরিকান ওয়েবসাইট যেটা box-office রেভিনিউকে সিস্টেমেটিক ওয়েতে ট্র্যাক করে।

আপনি এখানে টপ মুভি লিস্ট পাবেন। বিশেষ করে, যে মুভিগুলো ট্রেন্ডি এবং যাদের ভিউজ অনেক বেশি আসবে। শুরুর দিকে আপনি এই মুভিগুলো আপলোড করে খুব কম সময়ে আয় করা শুরু করতে পারেন।

একই সাথে এই ওয়েবসাইটে আপনি বিখ্যাত মুভির লিস্ট পাবেন, যা আপনাকে ইউটিউবে CPM Ad আনতে সাহায্য করবে। যেটা আপনাকে আরো বেশি টাকা আয় করার সুযোগ করে দেবে। পরবর্তীতে নতুন ছবি আপলোড করার চেষ্টা করতে পারেন। 

Step-02

Mystery Recapped চ্যানেল এরকমই একটি চ্যানেল। খেয়াল করে দেখবেন, তারা চার-পাঁচ মাসের মধ্যে কয়েক মিলিয়ন ভিউ অর্জন করেছে। এই চ্যানেলটি যেকোনো মুভি AI জেনারেটেড ভয়েসের মাধ্যমে ১০ মিনিটে এক্সপ্লেইন করে। সাথে যুক্ত করে কিছু মুভি ক্লিপ। পুরো কাজটি করতে ৩০ মিনিটেরও কম সময় লাগে। ভিডিয়োটির শেষে, আপনি চ্যানেলটি  চেক করে দেখতে পারেন। তাহলে বুঝতে পারবেন, তারা কীভাবে তাদের চ্যানেলে এই কাজগুলো করছে।

Step-03

এরপর, আপনি যে ছবিটি আপলোড করবেন তার সিনোপসিস খুঁজে বের করবেন। ধরি ছবিটি হচ্ছে, The Wolf of Wall Street. আপনি প্রথমে গুগলে সার্চ দিবেন এবং সেখান থেকে মুভির সিনোপসিস বের করবেন। এক্ষেত্রে IMDB এর ওয়েবসাইট ব্যবহার করা ভালো। 

ওয়েবসাইট থেকে সরাসরি সিনোপসিস নিলে কপিরাইট ক্লেইম হতে পারে। সেক্ষেত্রে আপনি SpinBot.com ওয়েবসাইটে যাবেন। এটি একটি ফ্রি সফটওয়্যার, যা আপনাকে রিরাইট করতে সাহায্য করবে। 

Step-04

এবার মুভির সিনোপসিসকে অডিওতে কনভার্ট করবেন। এর জন্য পেইড এবং ফ্রি দুটি অপশনই আছে। আপনি চাইলে ফ্রিতে আপনার ফোনে অডিও রেকর্ড করতে পারেন।

পেইড সফটওয়্যারের মধ্যে প্রথমেই আছে, Voicemaker. এর ফ্রি এবং পেইড দুটি অপশনই আছে। আপনাকে প্রথমে সাইটটিতে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর খুব সহজেই আপনার স্ক্রিপ্ট কপি-পেস্ট করে অডিওতে কনভার্ট করতে পারবেন। 

আপনি পছন্দমত ভাষায় এবং বিভিন্ন টাইপ ভয়েসে কনভার্ট করতে পারবেন। এখানে Standard এবং Neural দুটি AI Engine আছে। Neural ব্যবহার করা ভালো, কারণ এটি ন্যাচারাল হিউম্যান ভয়েস মনে হবে। এ সফটওয়্যারের ফ্রি প্ল্যানে ওয়ার্ড লিমিট 250. আপনি প্রথমে ফ্রি প্ল্যান থেকে শুরু করে, পরবর্তীতে ইনভেস্ট করতে পারেন।

দ্বিতীয় সফটওয়্যারটি হচ্ছে, Specheloo.com. এটা এডভান্স সফটওয়্যার, এখানে আরও বেশি ন্যাচারাল হিউম্যান ভয়েস মনে হয়।  

Step-05

মুভি ক্লিপের জন্য আপনি YouTube-এ থাকা মুভি ক্লিপ নিতে পারেন। চেষ্টা করবেন, কোনো বড় চ্যানেল থেকে না নিয়ে সাধারণ বা স্বতন্ত্র কোনো চ্যানেল থেকে মুভি ক্লিপ নিতে। এরপর মুভি ক্লিপগুলোর লিংক কপি পেস্ট করে, YTMP3.com থেকে Mp4 ভার্সন ডাউনলোড করে নিতে হবে।

অবশ্যই আপনাকে কপিরাইট ক্লেইম থেকে দূরে থাকার জন্য অডিও রিমুভ করতে হবে। এছাড়াও পুরো মুভি ডাউনলোড করে, সেখান থেকেও বিভিন্ন ক্লিপ নিয়ে এডিট করে ব্যবহার করতে পারেন। ভিডিয়ো এডিট করার সময় Flip Effect ফ্লিপ ব্যবহার করতে পারেন। তাহলে, সেটি অরজিনাল ভিডিয়ো থেকে আলাদা দেখাবে। 

এভাবে সহজেই আপনি কম সময়ে মুভি ক্লিপ, মুভি রিআপলোড করে ইউটিউব থেকে আয় করতে পারেন। এই স্টেপগুলো ফলো করলে আপনার কপিরাইট ইস্যু নিয়েও ভাবতে হবে না।

Share:

More Posts

Best Uses of LinkedIn Search – Part 1

বিক্রয়কর্মী হিসাবে, আপনার কাজ সম্ভাব্য কাস্টোমার খুঁজে বের করা এবং সেগুলোকে লিড হিসেবে নির্বাচন করা। এক বিলিয়ন সদস্যসহ, লিংকডইন আপনার মাছ ধরার জন্য মাছে ভরা

LinkedIn Marketing

‘বাস্তবে অনেক সিদ্ধান্ত গ্রহণকারী আছেন যারা কোল্ড কল ঘৃণা করে এবং তাদের উত্তর দিবেন না। লিঙ্কডইন হল তাদের কাছে পৌঁছানোর চাবিকাঠি।’   সম্প্রতি একটি বৈশ্বিক

কিভাবে লিঙ্কডিন (Linkedin) ব্যাকগ্রাউন্ড/ব্যানার ইমেজ তৈরি করবেন?

সুপারিশকৃত ছবির আকার – ১৫৮৪ x ৩৯৬ আপনার প্রোফাইল ছবির পিছনে আপনার লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড / ব্যানার রয়েছে, যা লিঙ্কডইন প্রোফাইলগুলির সর্বাধিক ব্যবহৃত অংশগুলির মধ্যে একটি। 

লিঙ্কডিন (Linkedin) প্রোফাইল ফটো টিপস সম্পর্কে জানতে চান!

আপনার পিছনে একটি সমতল পটভূমি রয়েছে। এটি আপনাকে বিস্তৃত করবে, যেখানে একটি বিশৃঙ্খল পটভূমি আপনার থেকে ভিউয়ারকে বিভ্রান্ত করবে। যদি সম্ভব হয় তবে লিঙ্কডিন ব্যাকগ্রাউন্ডের

Send Us A Message