ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) কে ক্যারিয়ার হিসেবে নেয়ার ১০ টি কারণ

ইন্টারনেট উদ্ভাবনের শুরু থেকেই বিজনেস এর বিভিন্ন দিক যেমন কাস্টমার এঙ্গেজমেন্ট এবং বিক্রয় বৃদ্ধির জন্য ট্যাকনোলজির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল মার্কেটিং এমন একটি প্লার্টফর্ম যা ‍দিনের পর দিন কাস্টমার আকর্ষনের নতুন নতুন দুয়ার আবিষ্কার করছে। তাহলে প্রথমেই জেনে নেয়া যাক ডিজিটাল মার্কেটিং কি এবং কেন এটি ক্যারিয়ার হিসেবে খুব ভালো।

ডিজিটাল মার্কেটিং কি

 

ডিজিটাল মার্কেটিং বলতে বিভিন্ন অনলাইন মার্কেটিং চ্যানেল এর মাধ্যমে নতুন কাস্টমার তৈরী করাকে বোঝায় এবং এর মাধ্যমে পুরাতন কাস্টমারকে ধরে রাখা যায়। ট্র‌্যাডিশনাল মার্কেটিং এর মেথড  গুলোকে বলা হয় অফলাইন মার্কেটিং যেমন বিলবোর্ড, রেডিও, প্রিন্ট মিডিয়া ইত্যাদি। অপরদিকে ডিজিটাল মার্কেটিং এর মেথড গুলো হলো ইমেইল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এবং সার্চ ইন্জিন মার্কেটিং। এখন জেনে নেয়া যাক ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং এর কার্যকারীতা সমূহ

 

ডিমান্ডিং ক্যারিয়ার

 

লিংকডইন এর ইন্টারনাল ডাটা অনুযায়ী, টপ ১০ টি জব পোস্টিং এর মধ্যে প্রায় হাফ জব পোস্টিং হয় ডিজিটাল মার্কেটিং নিয়ে। তাদের প্রকাশিত ডাটা অনুসারে এই প্রোফেশান এর ডিমান্ড এখন সবচেয়ে হাই। ডিজিটাল মার্কেটিং এর যে ধরনের সুযোগ এবং ক্রমান্বয়ে এর চাহিদা যেমন বাড়ছে তাতেই বোঝা যায় যে প্রতিষ্ঠান গুলো এমন কর্মী দের খুজছেন যারা মার্কেটিং স্ট্র্যাটিজি বানানোর ফলে মার্কেটে তৈরী হওয়া ট্যালেন্ট গেপ কে পূরন করতে পারে।

 

মার্কেটিং বিভিন্নতা

বর্তমানে প্রত্যেকটি প্রোফশান এর সাথেই ডিজিটাল বা ট্যাকনোলজিকাল ব্যাপারটি জড়িত। হতে পারে সেটা কোন ওয়েবসাইট বা সোশাল মিডিয়া পেইজ। কারন কাস্টমার রা এখন অনলাইনেই তাদের পরিচিত কোম্পানিকে খোজে এবং সেবা বা পন্য নিয়ে থাকে। 

 

তাই ডিজিটাল মার্কেটিং স্পেশিয়ালিস্ট দের বিভিন্ন মার্কেটিং এর দিক নিয়ে কাজ করতে হয়। যেমন এসইও, কন্টেন্ট মার্কেটিং, সোশাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এসইএম ইত্যাদি। তবে একটি বড় প্রতিষ্ঠান একেক দিক এর স্পেশিয়ালিস্ট নিয়োগ দিয়ে থাকেন। এমনকি তারা পুরো আয়ের ৭-১০% ডিজিটাল মার্কেটিং এ খরচ করে থাকেন। একটি কোম্পনির মার্কেটিং টিমে একেক নিশ এর ওপর স্পেশিয়ালিস্ট থাকেন।

 

তুলনামুলক ভালো স্যালারি

 

স্পেশিয়ালিস্ট দের নিশ এবং এক্সপেরিয়েন্স ভেদে স্যালারি ভিন্ন হয়। প্রত্যেকটি নিশেই রয়েছে হেলদি স্যালারি এবং পদান্নতির সুযোগ। ইউএস মার্কেটিং প্রফেশনাল দের ওপর করা স্যালারি ডট কম এর একটি ডাটা অনুসারে ডিজিটাল মারকেটার স্যালারির কম্পিটিটিভ রেইট 

 

Job Title

Annual Salary

Monthly Pay

Weekly Pay

Hourly Wage

Digital Marketer

$51,422

$4285

$989

$25

 

স্পেসিফিক ডিগ্রি প্রয়োজন নেই

 

ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গড়ার জন্য কোন ফর্মাল ডিগ্রির প্রয়োজন হয়না। কোম্পানি সেইসব কর্মী কে নেয়োগ দেয় যাদের শেখার আকাঙাক্ষা প্রবল এবং ক্রিয়েটিভলি চিন্তা করে কোম্পানির গ্রোথ করাতে পারেবে। তাই যেকোন ডিগ্রির মানুষ এই ক্যারিয়ারে খুব সহজেই প্রবেশ করতে পারে।

 

কিন্তু, যে কর্মীদের মার্কেটিং এর বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকে এবং মার্কেটিং এর রুলস, টার্মিনোলোজিস সম্পর্কে বেসিক ধারনা ভালো থাকে তারা একটু বেশী সুযোগ এবং প্রাধান্য পেয়ে থাকে নিয়োগের সময়।

 

শেখার সুযোগ

 

ডিজিটাল মার্কেটিং এর সম্পূর্ন কাজ অনলাইন বেজড বলে এর টার্ম গুলো শেখার সব সুযোগ অনলাইনেই বিদ্যমান। এমনকি ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টাল শেখার জন্য অনেক ধরনের কোর্স লঞ্চ করা হচ্ছে। নিজে নিজে শেখা শুরু করতে চাইলে তাও সম্ভব, নিম্নোক্ত পয়েন্ট গুলোর মাধ্যমে শুরু  করা যেতে পারে

 

  • অনলাইন শপ সেট আপ করা
  • ব্লগ শুরু করা
  • সোশ্যাল মিডিয়া পেইজ শুরু করা
  • এক্সপেরিয়েন্স এর জন্য ভলেন্টিয়ার হিসেবে কাজ করা
  • ফ্রিল্যান্সিং

ক্রিয়েটিভ ক্যারিয়ার

একজন ডিজিটাল মার্কেটার হিসেবে, ন্যাচারালি বিভিন্ন ব্র্যান্ড, প্রোডাক্ট বা কোম্পানির উদ্দেশ্য নিয়ে কাজ করা হয় যাতে করে ক্রিয়েটিভিটি অনেকাংশেই বেড়ে যায়। একটি টিমের সাথে যখন বিভিন্ন চ্যালেন্জ এর এপ্রোচ নিয়ে কাজ করা হয় তখন সাথে সাথে এর সল্যুশন বের করতে হয়। 

 

যেকোন কর্মক্ষেত্রের মতোই ডিজিটাল স্পেসে ট্যাকনোলোজির দ্বারা এপ্রোচ গুলো টেস্ট করা হয়ে থাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সফটওয়্যার লিভারেজিং ক্যাম্পেইন গুলো পরিচালনা এবং ডাটা গুলো ব্যবহারের মাধ্যমে মার্কেটাররা নতুন গ্রাউন্ডে কাজ করার সুযোগ পাচ্ছে সেই সাথে নতুন নতুন টুলস ব্যবহার করার মাধ্যমে অভিজ্ঞতা তৈরী হচ্ছে। 

 

 

চ্যালেন্জিং কাজ

 

একজন ডিজিটাল মার্কেটার যখন কোন কোম্পানির হয়ে কাজ করে তাকে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট এর কাজ করতে হয়। বিভিন্ন প্রজেক্টে কাজ করার ফলে কাজের আউটকাম ও হয় ভিন্ন। একজন ক্লাইন্ট হয়ত ব্র্যান্ড এওয়ারনেস বাড়াতে চান অন্য কেউ হয়ত অনলাইন মার্কেটিং এর জন্য থটফুল কোনো স্ট্রেটিজি বানাতে চান, কেউবা হয়ত ওয়েবসাইটের ট্রাফিক বাড়াতে চান। প্রত্যেকটি উদ্দেশ্যের পেছনেই এক বা একািধক টুলকিট কাজ করে। আর এই ব্যাপারটি পুরো কাজ টাকে অনেক বেশী ফ্রেশ এবং এক্সাইটিং রাখে। 

 

কোম্পানি গুলো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন এফোর্ট এবং কার্যকরী উপায়ের ওপর অনেকাংশেই নির্ভর করে। এর ফলে অডিয়েন্স কে রিচ করা এবং এঙ্গেজমেন্ট বাড়ানো যায়। 

 

ক্যারিয়ার গ্রোথ

 

সাধারণত ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট গুলো কয়েকজন মানুষের টিম নিয়ে পরিচালনা করা হয়। ডিজিটাল মার্কেটার রা বিভিন্ন পেশার লোক যেমন এনিমেটরস, ওয়েব ডেভলপার, রাইটারস, ভিডিওগ্রাফার, প্রজেক্ট ম্যানেজারদের সাথে কাজ করার সুযোগ পেয়ে থাকেন। 

 

তাই বিভিন্ন প্রফেশন সম্পর্কে আইডিয়া হবার পাশাপাশি এসব প্রফেশন এর দরকারী বা বেসিক তথ্য গুলো সহজেই জানা যায়, যা ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক নিয়ে নলেজ বাড়ায়। আর এই নলেজ গুলোই পরবর্তীতে লিডারশিপ রোলে কমিউনিকেশন এর জন্য খুব কাজে লাগে। 

 

রিমোট ওয়ার্ক

 

ডিজিটাল মার্কেটার দের অনেকেই রিমোট ওয়ার্কের সুযোগ পেয়ে থাকেন। তাই একটি হেলদি ওয়ার্কিং লাইফের জন্য ডিজিটাল মার্কেটিং খুব ভাল ক্যারিয়ার। যেহেতু সম্পূর্ন কাজ অনলাইন ভিত্তিক তাই ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে যেকোন জায়গা থেকে কাজ সম্পন্ন করা যায়। মেসেজিং এপ গুলোর মাধ্যমে পুরো টিম একত্রিত হয়ে কাজের সুযোগ পায় এবং ভিডিও এবং মিটিং এর জন্য তারা “এসানা” এপ ব্যবহার করে থাকে। 

 

 

এনালিটিকাল চিন্তার সুযোগ

 

ডিজিটাল মার্কেটার এর কাজ ক্যাম্পেইন সাজানো এবং কাস্টমার ডাটা গুলোকে একশনেবল ইনসাইটে পরিবর্তন করা, সেই ভিত্তিতে কোম্পানি স্ট্র্যাটিজি সাজানো। ডাটা এনালিস্ট এবং মার্কেট রিসার্চার ক্যাম্পেইন ডাটা গুলোকে ফর্মুলেইট করেন, তাই তাদের এনালিটিকাল চিন্তার ‍সুযোগ থাকে অনেক বেশী। 

 

সফট স্কিল

 

একজন ডিজিটাল মার্কেটারের বিভিন্ন সফ্টস্কিল থাকা প্রয়োজন। অনলাইন কোর্সের সাহায্য নিয়ে এবং নিজে নিজে প্র‌্যাকটিস করেও এই স্কিল গুলো বাড়ানো যায়। যেমন গ্রোথ স্কিল, কমিউনিকেশন স্কিল, ক্রিয়েটিভিটি, পজেটিভ নেগেটিভ দুই ধরনের ফিডব্যাক নিয়ে তা কাজে লাগাতে পারার ক্ষমতা ইত্যাদি। 

 

 

ডিজিটাল মার্কেটিং জব টাইটেলস

 

ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার শুরুর আগেই, এর বিভিন্ন জব টাইটেলস এবং তাদের কাজের ধরন নিয়ে জানা থাকা প্রয়োজন। এতে নিশ সিলেকশান এর ব্যাপরটি সহজ হয়। 

 

  • এসইও এক্সেকিউটিভ: ( এসইও এর কাজ অনেক বিশাল, এর মুল উদ্দেশ্য ক্লয়েন্ট এর ওয়েবসাইট কে সার্চ ইন্জিনে উপরের দিকে নিয়ে আসা, এভারেজ স্যালারি $৬২,৬২১)
  • ইমেইল মার্কেটিং এক্সকিউটিভ: ( ইমেইল এর মাধ্যমে কাস্টমারদের পন্য বা সেবা নিয়ে জানানো, এছাড়াও নতুন কাস্টমার তৈরীও কোম্পানির বিভিন্ন ইভেন্ট নিয়ে জানানোই হচ্ছে একজন ইমেইল মার্কেটার এর কাজ। ইমেইল মার্কেটার রা মূলত একটি ইমেইল এর টেক্সট, সাব্জেক্ট লাইন, ইমেইল ফর্মেট যা কাস্টমারকে এট্রাক্ট করতে পারে তা নিয়ে কাজ করে। এভারেজ স্যালারি $৫০,৪৭৩ )
  • সোশাল মিডিয়া মার্কেটিং এক্সেকিউটিভ: ( ডিজিটাল মার্কেটিং এর অনেক বড় পার্ট সোশাল মিডিয়া মার্কেটিং। সোশাল মিডিয়া ম্যানেজার দের কাজ হলো কোম্পানির ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, লিংকডইন ইত্যাদি ম্যনেজ করা। এভারেজ স্যালারি $৫০,৪৭৩)
  • কন্টেন্ট মার্কেটিং এক্সকিউটিভ: ( কন্টেন্ট রাইটার রা মূলত বড় কন্টেন্ট গুলো লিখে থাকেন যা কাস্টমারে কে এঙ্গেজ রাখে এবং সেলস সাইকেল কে চলন্ত রাখে। যেমন ক্যাস স্টাডি, ব্লগ পোস্ট, ইবুকস ইত্যাদি। এভারেজ স্যালারি $৫৬,৭৭৯) 

পরিশেষে

আজকাল অনেক কোম্পানি অনলাইন মার্কেটিং এর দিকে ঝোকার ফলে কোম্পানি গুলোর স্ট্র্যাটিজি এবং ক্যাম্পেইনে খুব বেশী পরিবর্তন থাকে না। তাই মার্কেটার হিসেবে অনেক বেশী রিসার্চ করে কোম্পানি কে এগিয়ে নেয়ার মনোভাব মার্কেটার দের মধ্যে থাকতে হবে। 

 

ডিজিটাল মার্কেটিং খুব সিম্পল ট্যাকনিক অনেক বড় অডিয়েন্স এর কাছে পৌছানোর জন্য। অনেক অনেক সুবিধার পরেও ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গড়া চ্যালেন্জিং ও বটে। সেই সাথে এক্সাইটিং, যা প্রফেশান কে গ্রোথ এবং সাক্সেস এর চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে।

Share:

More Posts

Best Uses of LinkedIn Search – Part 1

বিক্রয়কর্মী হিসাবে, আপনার কাজ সম্ভাব্য কাস্টোমার খুঁজে বের করা এবং সেগুলোকে লিড হিসেবে নির্বাচন করা। এক বিলিয়ন সদস্যসহ, লিংকডইন আপনার মাছ ধরার জন্য মাছে ভরা

LinkedIn Marketing

‘বাস্তবে অনেক সিদ্ধান্ত গ্রহণকারী আছেন যারা কোল্ড কল ঘৃণা করে এবং তাদের উত্তর দিবেন না। লিঙ্কডইন হল তাদের কাছে পৌঁছানোর চাবিকাঠি।’   সম্প্রতি একটি বৈশ্বিক

কিভাবে লিঙ্কডিন (Linkedin) ব্যাকগ্রাউন্ড/ব্যানার ইমেজ তৈরি করবেন?

সুপারিশকৃত ছবির আকার – ১৫৮৪ x ৩৯৬ আপনার প্রোফাইল ছবির পিছনে আপনার লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড / ব্যানার রয়েছে, যা লিঙ্কডইন প্রোফাইলগুলির সর্বাধিক ব্যবহৃত অংশগুলির মধ্যে একটি। 

লিঙ্কডিন (Linkedin) প্রোফাইল ফটো টিপস সম্পর্কে জানতে চান!

আপনার পিছনে একটি সমতল পটভূমি রয়েছে। এটি আপনাকে বিস্তৃত করবে, যেখানে একটি বিশৃঙ্খল পটভূমি আপনার থেকে ভিউয়ারকে বিভ্রান্ত করবে। যদি সম্ভব হয় তবে লিঙ্কডিন ব্যাকগ্রাউন্ডের

Send Us A Message