আমেরিকায় ৫০০০ স্টোর এবং ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি রেভিনিউ নিয়ে ওয়ালমার্ট বিশ্বের সবচেয়ে বড় রিটেইলার কোম্পানি হিসাবে পরিচিত।
ওয়ালমার্টে গেলে আপনার মনে হবে আপনি কোন ট্রেজার হান্টে এসেছেন, যেখানে অল্প খরচেই আপনার দরকারি সব জিনিস পাবেন। কিন্তু আপনি যখন বেস্ট ডিল খুঁজতে ব্যস্ত, তখন ওয়ালমার্ট কিছু গোপন টেকনিক ব্যবহার করে আপনার বেশি টাকা খরচ করিয়ে ফেলছে। আপনি টেরও পাবেন না কখন পরিকল্পনার অতিরিক্ত খরচ করে ফেলেছেন।
বিশাল শপিং কার্ট
ওয়ালমার্টে প্রবেশ করতেই দেখবেন বিশাল বড় আকারের শপিং কার্ট। এটি আপনাকে মানসিকভাবে এই কার্ট পূর্ণ করতে প্রভাবিত করে।
প্রাইস ট্যাগ
এরপর রয়েছে বৃহৎ আকারের প্রাইজ ট্যাগ। বিষয়টি সাধারণ মনে হলেও এটা আসলে কাস্টমারদের আকর্ষণ করতে ব্যবহার হয়।
কিন্তু আসল টেকনিক অন্য জায়গায়। সেই বিখ্যাত এবং পুরনো সাইকোলজিক্যাল মার্কেটিং পদ্ধতি, odd-even প্রাইসিং।
প্রাইস যেমন ৪ ডলার এবং ৯৩ সেন্টস আর ৬ ডলার এবং ৮৪ সেন্টস, সম্পূর্ণ ৫ ডলার এবং ৭ ডলারের কম। যেটা দেখে মনে হবে, খুব ভালো ডিল এবং তুলনামূলক কম দাম।
যেহেতু আমরা বাম দিক থেকে পড়া শুরু করি, ৪ ডলারই আগে চোখে পড়বে এবং কম মনে হবে।
রোলব্যাক
এরপর রয়েছে রোলব্যাক। এটি ডিসকাউন্ট বা সেল না, এর মানে হচ্ছে এই প্রোডাক্টের দাম কমানো হয়েছে কোনো বিশেষ কারণে যেমন ওভারস্টক।
রোলব্যাক মাত্র ৯০ দিনের জন্য থাকে। তাই কাস্টমার এসব প্রোডাক্ট কিনতে আগ্রহী হয় এই চিন্তায় যে হয়তো পরে এটা এই দামে পাওয়া নাও যেতে পারে।
Everyday Low Price
এছাড়া আপনি পুরো ওয়ালমার্ট জুড়ে দেখবেন Everyday Low Price লেখা। প্রতিনিয়ত আপনার অবচেতন মনকে জানান দিচ্ছে যে, আপনি কম দামে আপনার প্রয়োজনীয় সবকিছু পাচ্ছেন। যেমন চকলেট হয়তো আপনার প্রয়োজনীয় আইটেমে ছিল না, কিন্তু আপনি তাও কিনবেন শুধু এই সাইনগুলোর প্রভাবে।
Wide Range of Products
মনে হবে, ওয়ালমার্টে সবকিছু আছে। ফিসিং রড, বাইসাইকেল, ক্লিনিং সাপ্লাই, স্পোর্টিং সামগ্রী, পোশাক, খাবার এবং পানীয় সবই আছে। তাদের বিশাল রেঞ্জ আপনাকে বিভিন্ন কিছু কেনার অপশন দিবে। আপনি কিছু না কিছু পাবেনই কেনার জন্য।
Available Options
শুধু একটি প্রোডাক্টেরই অনেক অপশন থাকার পাশাপাশি, সেই প্রোডাক্টের জন্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসও আপনি এক জায়গায়ই পাবেন। যেমন হয়তো আপনি ক্যাম্পিংয়ের জন্য তাঁবু কিনতে গিয়েছেন, সেখানে আপনি এমন জিনিসও পাবেন যা হয়তো আপনার মনে ছিল না যেমন স্লিপিং ব্যাগ।
Seasonal Products
এছাড়া ওয়ালমার্টের আছে সিজনাল প্রোডাক্ট। যেমন জানুয়ারিতে আপনি পাবেন ভ্যালেন্টাইন ডের বিভিন্ন গিফট আইটেম। যেমন কার্ড, মগ ইত্যাদি।
One Stop Shop
যেহেতু এটা ওয়ান স্টপ শপ, আপনি একবারেই সবকিছু কিনে নিয়ে আসতে পারেন।
মিউজিক
তারা যে মিউজিক ব্যবহার করে, সেটা হয়তো খুব স্লো এবং আরামদায়ক অথবা টপ রেডিও মিউজিক। এটাও আপনাকে বেশি সময় কাটাতে এবং পাশাপাশি বেশি অর্থ ব্যয় করতে প্রভাবিত করে।
তবে যে টেকনিকই ব্যবহার করা হোক না কেন, আপনি ওয়ালমার্ট থেকে খালি হাতে ফিরবেন না। এবং বারবারই ফিরে যাবেন নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে।